
ফরিদপুরে ভোরে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। ঘটনা ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায়। তবে পরে জানা যায়, ছিনতাই করা দুল দুটি আসলে ইমিটেশন ছিল। পুরো ঘটনাটি মুদি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে।
ছিনতাইয়ের শিকার মঞ্জু রানী দাস (৩৫) বলেন, ভোরে তিনি বাড়ির সামনে স্বামী বিষু দাসের মুদি দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুইজন এসে তাঁর কানের দুল ধরে টান দেন। এক যুবক পিস্তল বের করে ভয় দেখালে তিনি ভয়ে দুল দুটি ছিনতাইকারীদের হাতে তুলে দেন।
স্বামী বিষু দাস জানান, সকালে দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখে বুঝতে পারলেন, হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে এসে ভোর ৬টা ১০ মিনিটে তার স্ত্রীর কানের দুল ছিনিয়ে নিয়েছে। তিনি আরও জানান, অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলাতে গত তিন দিনে আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দ্রুত এই ছিনতাইকারীদের ধরতে না পারলে তারা আরও ঘটনা ঘটাতে পারে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
Comments