কুষ্টিয়া শহরের মহাশ্মশান মন্দির থেকে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়রা মন্দিরের ভেতরে লাশটি দেখতে পেয়ে কুষ্টিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে কুষ্টিয়া শহরের মহাশ্মশান মন্দিরের ভেতর কয়েকজন মানুষ লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে এলাকায় ভিড় জমে যায়। বিষয়টি কুষ্টিয়া মডেল থানায় জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি এক থেকে দুই দিন আগে মারা গেছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।
Comments