রায়পুরে মডেল স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা,শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তার বিকাশে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ মেলার আয়োজন করে হায়দরগঞ্জ মডেল স্কুল কর্তৃপক্ষ।
মেলায় ১৫টি স্টলে তিনশতাধিক শিক্ষার্থী তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও প্রজেক্ট প্রদর্শন করেন। সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুসংস্কার থেকে মুক্ত হয়ে বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে হবে। যে জাতি বিজ্ঞানে পিছিয়ে, তারা পৃথিবীর অগ্রযাত্রায় পিছিয়ে পড়ে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া, এইচ আর গ্রুপের ডিএমডি হাসনাইন আব্দুল্লাহ নাছিফ, ডিরেক্টর (অ্যাডমিন) এবিএম মুহিউদ্দিন, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হায়দরগঞ্জ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবুর রহমান মিন্টু।
Comments