Image description

আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। শনিবার বিকেলে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর বাজারে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, জামায়াত সব সময় নিজেদের স্বার্থে রাজনীতি করে গেছে। তারা মনগড়া ধর্মীয় ফতোয়া জারি করে জান্নাতের টিকিট বিক্রি করছে। অথচ জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারা যদি ধর্মের ভালোর জন্য রাজনীতি করত, মানুষের কল্যাণে কাজ করত। আমরা সাধারণ মানুষ টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ করি। কিন্তু জামায়াত তাদের নিজস্ব ব্যবসা করে। সারা বাংলাদেশে একটাও মসজিদ নির্মাণ করেছে কিনা সন্দেহ আছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমাকে এমপি বানালে লালপুর-বাগাতিপাড়ায় প্রতিটি গ্রামে মাদ্রাসা তৈরি করে দিবো।

এ সময় তিনি আওয়ামী লীগের সাথে জামায়াতের তুলনা করে বলেন, আওয়ামী লীগ যেমন ১৭ বছর বিনা ভোটে সরকার গঠন করেছে, জামায়াতও তেমনই বিভিন্ন অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একাত্তরে জামায়াত এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, অপরদিকে ২৪-এ আওয়ামী লীগ সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। একমাত্র বিএনপি সব সময় এদেশের মানুষের জন্য রাজনীতি করে। ভারত, পাকিস্তান বা কোনো বিদেশি প্রভুদের রাজনীতি করে না।