Image description

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মেডিকেলে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬১ জন। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় মৃত্যু হয়েছে একজনের। দেশের বিভিন্ন স্থান আক্রান্ত হলেও সবচেয়ে উদ্বেগের বিষয় এবার ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ বছর গত জানুয়ারি মাসে ময়মনসিংহ মেডিকেলে মোট ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিল ২০ জন, আর মৃত্যু হয় ১ জনের; ফেব্রুয়ারি মাসে ৭, মার্চে ৬, এপ্রিলে ১০, মে মাসে ১৩, জুনে ৩০, জুলাইয়ে ৯০, আগস্টে ১৫০ জন চিকিৎসা নেন; সেপ্টেম্বরে ৩৭৩ জন ভর্তি হন এবং ৫ জন মারা যান; অক্টোবরের ২৩ তারিখ সকাল পর্যন্ত ৫৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং এসময় পর্যন্ত এ মাসে ৪ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ছিলেন পুরুষ ৯৫৪ জন, মহিলা ২৩৭ জন এবং শিশু ৭২ জন। এ বছর (২০২৫ সাল) এখন পর্যন্ত ১২৬৩ জন ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, এরমধ্যে এ বছর এখন পর্যন্ত মোট ১০ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

বিগত বছরে ময়মনসিংহ নগরীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও এবার নগরীর কিছু কিছু এলাকায় আক্রান্তের হার বেড়েছে উদ্বেগজনক হারে। বিষয়টি নিয়ে চিন্তিত চিকিৎসকরাও। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।