রাউজানে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা খুন, আরও দুই যুবদল নেতা গুলিবিদ্ধ
চট্টগ্রামের রাউজানে আলমগীর আলম (৫৫) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে আরো দুইজন যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পৌরসভার চারা বটতল এলাকার কায়কোবাদ আহম্মদ জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।
আলমগীর আলম পৌরসভার চৌধুরী মার্কেট এলাকার মৃত আবদুস সত্তারের ছেলে। তিনি সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে। নিহতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন— যুবদল নেতা রিয়াজ (৩০) ও আকিব (২৮) ।
আলমগীর আলম ছেলে আসফায়েত হোসেন বলেন, ‘আমরা সপরিবারে দুপুরে রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান রশিদের পাড়া ফুফুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। দাওয়াত খেয়ে ফেরার পথে কায়কোবাদ আহম্মদ চৌধুরী জামে মসজিদের সামনে এলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে আমার বাবাকে হত্যা করে পালিয়ে যায়।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে শীর্ষ সন্ত্রাসী রায়হানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। হত্যার ঘটনায় জড়িত আরও কেউ আছে কিনা তদন্ত করা হচ্ছে।’




Comments