Image description

মাদারীপুরের শিবচরে সদ্য ঘোষিত শিবচর পৌরসভা বিএনপির ‘বিতর্কিত আহ্বায়ক কমিটি’ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শিবচর পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পৌরসভা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে দলের ত্যাগী ও দীর্ঘদিনের নিবেদিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবচর পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক। এ সময় উপস্থিত ছিলেন শিবচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মো. মামুন গোমস্তা, আইয়ুব আলী খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গোমস্তা, নেতৃবৃন্দ সবুজ হাওলাদার, সাখাওয়াত হোসেন ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রহমান বেপারী প্রমুখ।

বক্তারা দ্রুত বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।