Image description

মানুষের কল্যাণে কল্যাণকর কাজ করেই মানুষের হৃদয় জয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত জিএস এম ফরহাদ। শনিবার (২৫ অক্টোবর) মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের আয়োজনে জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএস এম ফরহাদ বলেন, মিথ্যা অপপ্রচার ও ঘৃণার জবাব দিতে হবে কল্যাণকর কাজ আর ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করা যায়।

তিনি বলেন, আমরা দল-মত নির্বিশেষে সবার কাছে সত্যের দাওয়াত পৌঁছে দিতে চাই। কাউকেই শত্রু মনে না করে ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে ফ্যাসিস্টমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সাবেক শিবির নেতা অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের উত্তরাঞ্চলের সহকারী পরিচালক ও মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক, জেলা আমির হাফেজ মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম এবং জেলা শিবির সভাপতি মো. মনিরুজ্জামান।

প্রধান অতিথি জামায়াতে ইসলামী বাংলাদেশের উত্তরাঞ্চলের সহকারী পরিচালক ও মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আল্লাহও তাদের পরিবর্তন করেন না। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রামে ইতিমধ্যে সফলতার প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রধান আলোচক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী জাহিদুর রহমান বলেন, আমরা সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই। আমি চাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গেও এক মঞ্চে বসতে। মানুষ নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান। বক্তব্য রাখেন- জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. আনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম, জেলা আমির হাফেজ কামরুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, হাফেজ আবুল কালাম আজাদ, প্রফেসর আ. মজিদ, অ্যাডভোকেট মনোয়ার হোসাইন, সরকার মুহাম্মদ কামাল হোসেন, ডা. জিয়াউল হক, হুমায়ূন কবীর লিটন, নূর মোহাম্মদ জাহাঙ্গীর ও আব্দুল আহাদ মাসুদসহ অনেকে।