Image description

ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রোড ডিভাইডার না থাকা ও পার্শ্বরাস্তা বন্ধ থাকায় গত ছয় মাসে অন্তত ৯ জন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুই দিকের গাড়ি মুখোমুখি চলে আসায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, “ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছি।”

প্রফেসর শংকর কুমার দাস জানান, “বারবার দাবি জানিয়েও প্রশাসনের কোনো উদ্যোগ নেই।”
রায়গঞ্জ ও সলঙ্গা থানার ওসি কেএম মাসুদ রানা এবং মো. হুমায়ুন কবির জানিয়েছেন, স্থানটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং সড়ক বিভাগকে জানানো হয়েছে।

সাসেক প্রকল্প কর্মকর্তারা বলেন, “জমি ছাড়লেই ডিভাইডার স্থাপন ও পার্শ্বরাস্তা খুলে দেওয়া হবে।”

নিহতদের পরিবারের দাবি—ডিভাইডার থাকলে হয়তো অনেক প্রাণ বাঁচানো যেত। এলাকাবাসীর আক্ষেপ, “একটি ডিভাইডার ও পার্শ্বরাস্তাই পারে জীবন বাঁচাতে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তী দুর্ঘটনায় আরও নিরীহ প্রাণ ঝরে যাবে।”