রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র্যাব পরিচয়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর ভোররাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের পোশাক পরে ঠাকুরগাঁও থেকে ফরিদপুরগামী একটি মুরগিবোঝাই কাভার্ডভ্যান থামায় আসামিরা। পরে তারা চালক ও সহযোগীদের মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে কুষ্টিয়ার ভাদালিয়া মোড়ে ফেলে যায়। এদিকে ডাকাতরা কাভার্ডভ্যানটি বরিশালের দিকে চালিয়ে নিয়ে যায়। পরে কাভার্ডভ্যানের মালিক পাংশা মডেল থানায় মামলা দায়ের করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকার আশুলিয়া থেকে জুয়েল ওরফে সানিকে এবং তার দেওয়া তথ্যে গোপালগঞ্জ থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বরিশালের রুপাতলী এলাকা থেকে ডাকাতি হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত চক্রের সদস্য। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।




Comments