Image description

নড়াইল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় সম্মিলিত সামাজিক জোটের ব্যানারে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল ও মুন্সী সোহেল রানা, নড়াইল জজকোর্টের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম, সম্মিলিত সামাজিক জোটের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাফায়াত উল্লাহ, ছাত্রনেতা তুহিন মোল্যা ও অকিবুর জামান অভি, এস এম ইরফানুল বারী উজ্জ্বল, মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল।

বক্তারা বলেন, নড়াইল বরাবরই জাতিকে শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়েছে। নড়াইল বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ অসংখ্য জ্ঞানী মানুষের জন্মস্থান। '২৪-এর আন্দোলনেও নড়াইল জেলা হতে দুজন শহীদ হয়েছেন। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে নড়াইল জেলা সবসময় বৈষম্যের শিকার। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাশের জেলা গোপালগঞ্জের উন্নয়ন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যশোরে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এবারও নড়াইলকে বঞ্চিত করা হয়েছে। বক্তারা, অবহেলিত নড়াইল জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানববন্ধনে শিক্ষক, ছাত্র, আইনজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।