Image description

সাভারের বলিয়াপুরে আবু সাইদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এলাকাবাসী বলেন, জাকির হোসেন দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে আসছেন। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন।

এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলারও আসামি হিসেবে তার নাম রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূমিদস্যুতা, দখলবাজি ও হামলাসহ বিভিন্ন অভিযোগে তার নামে ডজনখানেক মামলা রয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে শনিবার রাতে স্থানীয় জাকির হোসেন ও বাবুলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাকিরের সহযোগীরা বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন বাধা দিতে এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়।