পটুয়াখালীর বাউফলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি, পথসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেল সারে ৪টার দিকে পৌর শহরের থানার সামনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাবিবুর রহমান, সদস্য সচিব মোঃ সাকিল আহম্মেদ, সাংগঠনিক সস্পাদক রাসেদুল ইসলাম সহ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার”—এই মূলনীতিকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে নিয়োজিত। ২০২১ সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত এ দলটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের গণমানুষের পাশে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, বাউফল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দক্ষিণ বাংলার কৃতি সন্তান নুর ভাইর নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামী দিনে জনআস্থা অর্জন করে বিপুল ভোটে বিজয়ী হবে।




Comments