রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে প্রায় ২১ হাজার পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থী ৩৬ হাজার ১০২টি খাতা চ্যালেঞ্জ করেছে। রোববার (২৬ অক্টোবর) সকালে শিক্ষাবোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করেছে।
জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গত বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ।
অপরদিকে, এ বছর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া শিক্ষাবোর্ডটি থেকে ৫৪ জন বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৯ জন পাস করেছে। এছাড়া কারাগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে তিনজন পাস করেছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার বলেন, কতজন এইচএসসি পরীক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছে সঠিক সংখ্যাটি জানা নেই।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (স্ক্রিপ্ট) জনাব রুবি জানান, এই বিষয়ে আমার জানা নেই। আমার টেবিলে এখন আসেনি। তাই সঠিক সংখ্যাটি বলতে পারছি না।
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।




Comments