Image description

নোয়াখালীর সোনাইমুড়ীতে নাজিম উদ্দিন (১৩) নামের এক মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সহপাঠী আবু সাইদকে (১৬) ছুরিসহ আটক করা হয়েছে।

নিহত নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা এবং ২৬ পারা হেফজ সম্পন্ন করেছিলেন।

জানা গেছে, রাত ৩টার দিকে চিৎকার শুনে ওই কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেন যে সহপাঠী আবু সাইদ নাজিম উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে। বিষয়টি মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আবু সাইদকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে নাজিম উদ্দিনের সঙ্গে আবু সাইদের কথা-কাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে ঘুমন্ত অবস্থায় নাজিমকে জবাই করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, আটক আবু সাইদ তাদের হেফাজতে আছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।