Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার জেরে গাজীপুর মহানগরের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, “প্রশাসনিক কারণে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ লাইনে সংযুক্ত (লাইনওআর) করা হলো।”

এর আগে, গত ২০ অক্টোবর ওসি শেখ আমিরুল ইসলামের ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন—“আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা”।

জামায়াতে ইসলামের গাজীপুর মহানগর মজলিসে শুরার সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির আইনজীবী মোহাম্মদ শামীম হোসেন মৃধা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তারা আরও উল্লেখ করেন, পূবাইল থানায় যোগদানের পর থেকেই ওসি শেখ আমিরুল ইসলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জামায়াতে ইসলামী ও তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করছেন। এমনকি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের সরকারি প্রটোকলও প্রদান করছেন বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগকারীরা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এ ধরনের রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী। তাই কেবল বদলি নয়, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।