Image description

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে খুলনা ২১ বিজিবির আওতাধীন দৌলতপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ১৭/০৯-এস এর অভ্যন্তরে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে আসামীর ঘরের পার্শ্বে ধানের গোলার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১ টি পিস্তল উদ্ধার করা হয়।

আটককৃত আতাউর রহমান দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, আটককৃতের কাছ থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। তাছাড়া অস্ত্র ব্যবসার সাথে আর কারা জড়িত এবং আটক ব্যাক্তির নামে আগে কোন মামলা আছে কি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশিদ আনোয়ার জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।