Image description

চট্টগ্রাম নগরীর সাগরিকা রেলগেট এলাকায় চালবাহী ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হক (৬০) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নিহত শামসুল হক পাহাড়তলী থানাধীন দিদার কলোনির শওকত গ্যারেজ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হবার সময় সেটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে থাকা সামসুল হক নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। আর ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার উল্টে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার। তিনি জানান, আজ ভোরে লবণ ফ্যাক্টরি রেল গেট এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত শামসুল হক নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

অপরদিকে, মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুন্ড ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. রাশেদ রানা বলেন, মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করি। গায়ে শীতের জামা কাপড় ও লম্বা চুল দাঁড়ির লোকটিকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ধাক্কায় তার মুখের অংশ থেঁতলে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহত ব্যক্তির পরিবারের ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।