গাজীপুরের শ্রীপুরে বন্ধ হওয়া এএ ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবিতে দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে ও কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা বন্ধ হওয়া কারখনা খুলে দেয়ার দাবিতে দুই দফায় ঢাকা- ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিক ও পুলিশ সূত্র জানা যায়, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানায় শ্রমিকরা কয়েকদিন ধরে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ করে আসছিলেন। এসময় কারখানার বিভিন্ন ফ্লোরে ভাংচুর চালায় শ্রমিকরা। গত রোববার কারখানার বকেয়া বেতন পরিশোধ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরে আজ মঙ্গলবার সকালে কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আধা ঘন্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এক ঘন্টা মহাসড়ক স্বাভাবিক থাকার পর শ্রমিকরা ফের বিভিন্ন বর্জ্য বস্তাবন্দি করে মহাসড়কে এনে আগুন ধরিয়ে ফের মহাসড়ক অবরোধ করে। এতে ২০ মিনিট মহাসড়ক অবরোধ থাকে। পরে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনা¯’লে এসে শ্রমিকদের সাথে আলোচনা করে দুপুর পৌনে একটার সময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শ্রীপুরের নগরহাওলা এলাকার এএ ইয়ার্ন গার্মেন্টসের শ্রমিকরা দুই বার সড়ক অবরোধ করেছিল। তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। পরে তারা সড়ক ছেড়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।




Comments