Image description

পাত্রী হিসেবে কে সেরা? ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার নাকি শিক্ষিকা কিংবা সাংসারিক মেয়ে ঠিক এ বিষয়ে রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকলোজির (বাউস্ট) ক্যাফেটেরিয়া চত্ত্বরে মঙ্গলবার (২৮ অক্টোবর) ওই রম্য বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার পিএসসি। 
অনুষ্ঠানে পাত্রী হিসাবে সিএসই ২১ ব্যাচের প্রাপ্তি ইঞ্জিনিয়ার হিসাবে, এআইএস ২০ তম ব্যাচের নাজনীন সাংসারিক হিসাবে, একই ব্যাচের মীম বিসিএস ক্যাডার হিসাবে, সিএসই ১৮ ব্যাচের মেধা ডাক্তার হিসাবে ও ইংরেজি ২১ ব্যাচের ঐশি শিক্ষিকা হিসাবে ওই বিতর্কে অংশগ্রহণ করেন।

পাত্রী হিসাবে কে সেরা? এতে অংশগ্রহণকারী ৬ জন শিক্ষার্থী তাঁদেগর নিজ নিজ স্বপক্ষে বক্তব্য তুলে ধরেন। সকল পাত্রীই খুব ভালো বিতর্ক করলেও সর্বশেষ বিজয়ী হন সাংসারিক হিসাবে অংশ নেওয়া পাত্রী এআইএস বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী নাজনীন আক্তার।  

অনুষ্ঠানটি দেখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের বিপুল জনসাধারণ ভিড় করেন।

ডিবেট সোসাইটির রাইয়ান ফাইজুল জানান, এটি ছিল এক অন্যন্য বিতর্ক অনুষ্ঠান। যেখানে একজন পাত্রের জীবনে কিংবা একটি সংসারে পাত্রী হিসাবে কে ভালো হবে তা যুক্তিতর্কের মাধ্যমে নিজ নিজ অবস্থানে বক্তব্য তুলে ধরেছেন পাত্রীরা। সকলে খুব উপভোগ করেছে অনুষ্ঠানটি। ভবিষ্যতেও সামাজিক বিভিন্ন দিক নিয়ে এভাবে আমরা ডিবেট আয়োজন করবো বলে জানান তিনি।