Image description

নাটোরের সিংড়ায় ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় স্থানীয় স্বাস্থ্য সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতে প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের পারসাঐল কমিউনিটি ক্লিনিক চত্বরে নাগরিক ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কলম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভূঁইয়া।

গণমাধ্যমকর্মী জুলহাস কায়েমের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, আলো'র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, কলম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহার আলী, কমিউনিটি ক্লিনিকের দাতা সদস্য ও নাগরিক ফোরামের সভাপতি, আলমগীর হোসেন, খান ফাউন্ডেশন এর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।