কুষ্টিয়া শহরকে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা ও পৌর প্রশাসন। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকা থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলে শহরের ব্যস্ততম সড়ক এনএস রোড, থানা মোড় থেকে রেলগেট এবং পৌর কাঁচা বাজার পর্যন্ত। উচ্ছেদ অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের মালামাল সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাতের ওপর কোনো মালামাল না রাখার জন্য আহ্বান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা ও জুডিসিয়াল মুন্সিখানা শাখা) আবু সালেহ মো. নাসিম, কুষ্টিয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. ফিরোজ আজমসহ জেলা প্রশাসন এবং কুষ্টিয়া পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পথচারী মো. মমিন আলী বলেন, শহরের সব ফুটপাতগুলো বৈধ ও অবৈধ ব্যবসায়ীরা দখল করে রাখে। এতে পথচারীদের হাঁটতে গেলে অসুবিধার সম্মুখীন হতে হয়। প্রশাসন যে, এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে তাতে তাদের ধন্যবাদ জানাই। তবে কতক্ষণ ফুটপাতগুলো দখলমুক্ত থাকবে সেটা দেখার বিষয়।
মজমপুরগেট আগা-ইউসুফ মার্কেটের পাশে ফুটপাত দখল করে জামাকাপড় বিক্রেতা রানা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এখানে ব্যবসা করছি। গণঅভ্যুত্থানের আগে কুষ্টিয়া পৌরসভার ডাককৃত মজমপুর গেট বাজারের (কাচাবাজার) সাথে এই ফুটপাতের টাকা তুলতো আদায়কারীরা। প্রতিদিন ২০ টাকা করে দেওয়া লাগতো। এখন আর টাকা দেওয়া লাগে না। পৌরসভার লোকজনও কিছু বলে না। তাই কোনো রকম ব্যবসা করে খাচ্ছি।
অপরদিকে ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়তে ফুটপাতগুলো দখলমুক্ত অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।



Comments