সিরাজগঞ্জের কাজীপুরে আমন ধানের ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। পোকার আক্রমণে সবুজে ভরা মাঠগুলো বাদামী বর্ণ ধারণ করেছে। ধানের পাতায় সাদা দাগ, শুকিয়ে যাওয়া শীষ এবং পোকার কামড়ে ঝলসানো চারা দেখে চাষিদের কপালে চিন্তার ভাজ পড়েছে।
কৃষকেরা জানান, দুই সপ্তাহ আগেও ধানগুলো ভালো ছিল। কিন্তু পোকার আক্রমণে ধানক্ষেতগুলো ঝলসে গিয়ে বাদামী রং ধারণ করেছে। কীটনাশক দিয়েও তেমন ফল পাচ্ছি না। খরচ বাড়ছে, ধান থাকবে কিনা সন্দেহ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহে উপজেলার প্রায় সব ইউনিয়নের ধানক্ষেতেই কমবেশি কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। বিশেষ করে চায়না জাতের ধানে পোকার প্রকোপ বেশি।
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, ‘আমরা মাঠপর্যায়ে কৃষকদের সতর্ক করছি। অনুমোদিত কীটনাশক ব্যবহার, জমি শুকনো রাখা এবং ক্ষেতে নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে। আগাম ব্যবস্থা না নিলে ফলনে বড় ক্ষতি হতে পারে।’
তিনি আরও জানান, একাধিক টিম আক্রান্ত জমির তথ্য সংগ্রহ করছে এবং কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।




Comments