শিবগঞ্জে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা রিজ্জাকুল সাভার থেকে গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া সেই আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল। এ সময় তার কাছ থেকে পাওয়া নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
রিজ্জাকুল ইসলাম রাজু (৪৬) শিবগঞ্জ পৌরসভা এলাকার চকভোলাখাঁ গ্রামের বাসিন্দা বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভা এলাকার চকভোলাখাঁ গ্রাম থেকে রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় চকভোলাখাঁ গ্রামের বিক্ষুব্ধ নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের চোখেমুখে কাঁদা ছোড়ে এবং ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে ২২০ জনের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গতকাল বুধবার রাতে ঢাকা সাভারের নবীনগর এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার দুপুরের পরপরই তাকে আদালতে পাঠানো হবে।




Comments