রংপুরের পীরগঞ্জ উপজেলায় (৩১ অক্টোবর) শুক্রবার পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা, ভেন্ডাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে মেধা বৃত্তি পরীক্ষারয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
অভিভাবকরা বলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে মেধাবৃত্তির আয়োজন করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটা অনেক ভালো একটা উদ্যোগ। ভবিষ্যতে এটাকে আরও বড় পরিসরে নিলে বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং মেধার উন্নয়ন ঘটবে। এটা শুধু পরীক্ষা না এটা বাচ্চাদের মেধা এবং প্রতিভা যাচাইয়ের প্লাটফর্ম। এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী যেন নিজেদের মেধাকে বিকশিত করতে পারে সেজন্য কিশোরকণ্ঠকে এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান অভিভাবরা।
কিশোরকন্ঠ ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, রংপুর -২৪ পীরগঞ্জ-৬ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ নুরুল আমিন বলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধার বিকাশের লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে বাঁচিয়ে রাখতে হবে। ভবিষ্যতে বড় পরিসরে এমন আয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা বৃদ্ধি পাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম কিশোর কন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার দপ্তর সম্পাদক, মো. আবু সালেহ কিশোরকন্ঠ ফাউন্ডেশন পীরগঞ্জ উপজেলা পরিচালক, মো. আরিফ খন্দকার সহ পরিচালক কিশোর কন্ঠ ফাউন্ডেশন পীরগঞ্জ উপজেলা।
 
                



 
               
Comments