মানবতার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার (১ নভেম্বর) মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় এলাকার দুই সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীরা বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ পান।
এ সময় মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা), অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক কান গলা (ইএনটি), ডেন্টাল, স্কিন অ্যান্ড ভিডি (চর্ম ও যৌন), চক্ষু এবং শিশু ও নবজাতক মোট দশটি বিভাগে দুজন করে ২০ জন কনসালট্যান্ট এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রতি বিভাগে কনসালট্যান্টদের সাথে দুই থেকে তিন জন করে সেবিকা সহায়তা করেন। ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কেটিং টিমের অর্ধ শতাধিক সদস্য। পাশাপাশি কাজ করেছে জেলা ছাত্রদলের স্বেচ্ছাসেবক টিম।
দুপুরে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা এই স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, মুন্নু হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই হাসান, সার্জারি বিশেষজ্ঞ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. জেসমিন আরেফিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেবার ব্রত নিয়েই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে। এই হাসপাতালে মানিকগঞ্জ বাসির জন্য সারা জীবন স্বল্প মূল্যে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। পর্যায়ক্রমে এ কার্যক্রমের সুফল পাবে পুরো জেলাবাসী। জেলার প্রতিটা এলাকায় চলবে এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা।
মানবতার সেবাই মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার আব্দুল করিম বলেন, মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা'র নির্দেশনায় আমাদের এই সেবামূলক কার্যক্রম। আমরা বিশ্বাস করি– মানুষের জন্য কাজ করাই প্রকৃত মানবতা। অসহায় মানুষের পাশে থেকে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার।
তিনি আরো জানান, সেবা নিতে আসা রোগীদের পরবর্তীতে হাসপাতালের যে কোন সেবা স্বল্পমূল্যে দেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ, অপারেশনে ৩০ শতাংশ ছাড় পাশাপাশি ছাড় পাবে বেড ভাড়ায়। এবং কি গরিব রোগীদের জন্য বিনামূল্যে হাসপাতালে সকল ধরনের সেবা প্রদান করা হবে।




Comments