Image description

কুমিল্লার চৌদ্দগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মো. ইব্রাহিম মজুমদারকে তার অবসরজনিত বিদায় উপলক্ষে এক 'রাজকীয়' সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। এ সময় মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের নানান অবদান ও স্মৃতিচারণ করেন এবং তার নেক হায়াত ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। সংবর্ধনা শেষে সুসজ্জিত প্রাইভেটকারে করে নিজ বাড়ীতে ফেরেন বিদায়ী শিক্ষক ইব্রাহিম মজুমদার। এমন আয়োজনে মুগ্ধ হয়ে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, বিগত ৩৪ বছর ধরে শিক্ষক মো. ইব্রাহিম মজুমদার সততা, নিষ্ঠা ও সুনামের সাথে এই মাদরাসায় দায়িত্ব পালন করেছেন। তার নিপুণ হাতে গড়ে উঠেছেন হাজারো শিক্ষার্থী, যারা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের পরিচয় মেলে ধরে দেশের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিদায়ী শিক্ষক মো. ইব্রাহিম মজুমদারের শেষ কর্মদিবস উপলক্ষে মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার ম্যানেজিং কমিটি (অ্যাডহক) এর সভাপতি, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী মো. ইলিয়াছ হোসাইন।

মাদরাসার অধ্যক্ষ এ. বি. এম. কবির হোসেন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (আরবি) ইকবাল হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মো. বশিরুজ্জামান মিয়াজী, সহকারী অধ্যাপক (পৌরনীতি) মো. হাবিবুর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক (বাংলা) মো. ওয়াহিদুর রহমান, সহকারী অধ্যাপক (ইংরেজি) মো. ওয়াছিম উদ্দিন, প্রভাষক খন্দকার লিপি, নজরুল ইসলাম, মো. খাদেমুল ইসলাম, আব্দুর রেজ্জাক, সিনিয়র শিক্ষক মো. সামছু উদ্দিন মজুমদার, মো. আব্দুল্লাহ আল-মামুন সহ মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।