Image description

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার বাসিন্দা। বিষয়টি র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ জুলাই সাড়ে ৮টার দিকে দুবাই প্রবাসী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম বিমানবন্দর থেকে এ কে খান বাসস্ট্যান্ডে যাওয়ার পথে লিংক রোড় এলাকায় ডাকাতদল নগদ টাকাসহ ১৯ লাখ ৮২ হাজার ২শ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ৩/৪ জনকে আসামি করে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন সামসুদ্দিন।

এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।