ময়মনসিংহ বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর পৃথক অভিযানে শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ১৫ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এবং নালিতাবাড়ী উপজেলার ফরেস্ট অফিস এলাকায় টহলদল অভিযান চালায়। এতে ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস এবং ২৭০ কেজি জিরা জব্দ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬৬ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সতর্ক। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান বজায় রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Comments