সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে পরিচালিত এই অভিযানে প্রায় ১৩ লক্ষ ৭৫ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানকৃত সামগ্রী আটক করা হয়। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধোবাউড়া, হালুয়াঘাট, শ্রীবর্দী এবং নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ লাখ ৫ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড, ৬৮ বোতল ভারতীয় মদ এবং ৬টি চোরাচালানকৃত গরু জব্দ করা হয়।
তিনি আরও জানান, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষায় এবং মাদক ও চোরাচালান নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা সতর্ক অবস্থানে থাকে।




Comments