ফেনীর পরশুরামে এক যুবদল নেতার বাড়ি থেকে ২১১ পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে অভিযান চালিয়ে এসব থ্রি-পিস উদ্ধার করা হয়।
জব্দকৃত থ্রি-পিসের মালিক জিহাদ আহমেদ চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জিহাদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘর থেকে ১১ গাইড (২১১ পিস) ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরশুরাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বাদী হয়ে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জিহাদকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Comments