Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. ওমর ফারুক উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে এবং ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ছিলেন। অপর নিহত ফরিদুল ইসলাম একই গ্রামের আকবর আলীর ছেলে এবং একই ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকা থেকে মোটরসাইকেলযোগে হাটিকুমরুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিএনপি'র দুই কর্মী মো. ওমর ফারুক ও ফরিদুল ইসলাম। পথে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওমর আলী মারা যান। অপর ফরিদুল ইসলাম বগুড়ার সজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ‘সড়ক দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহত দুই কর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।