রাঙ্গামাটি সদর হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামের এক সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাথী বড়ুয়া ২০১৬ সাল থেকে রাঙ্গামাটি সদর হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন। গত রাতে তিনি নির্ধারিত নাইট ডিউটিতে অপারগতা প্রকাশ করে ৬ দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নেন। ছুটি মঞ্জুর হলেও তাকে মাসের শেষ তিনদিন নাইট ডিউটি করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
জানা গেছে, অসুস্থতা বাড়লে শুক্রবার ভোররাতে তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জরুরি বিভাগের সামনে ১৬ নম্বর রুমের নার্সেস চেঞ্জিং রুমে বিশ্রামের জন্য যান। পরে সেই রুমের জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী। তিনি মরদেহটি ময়নাতদন্তের জন্য জানালা থেকে নামিয়ে হাসপাতালে রাখার নির্দেশ দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




Comments