Image description

| প্রতীকি ছবি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক নবজাতককে (মেয়ে) বিছানার পাশে একটি চিরকুট ও ওষুধপত্র রেখে উধাও হয়ে গেছেন তার স্বজনরা। শুক্রবার দুপুরে এই ঘটনা জানাজানি হওয়ার পর শিশুটিকে দত্তক নিতে অনেকেই হাসপাতালে ভিড় করছেন। শিশুটি বর্তমানে হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছে।

এরআগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে নবজাতকের মায়ের নাম 'ইনছুয়ারা', বাবার নাম 'শাহিনুর' এবং ঠিকানা 'আলাদিপুর, ফুলবাড়ী' উল্লেখ করা হয়েছে।

নবজাতকের মায়ের রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল: ‘আমি মুসলিম। আমি একজন হতভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ-৪-১১-২০২৫, রোজ-মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান মেয়ে।’

হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে কোলে নিয়ে চিকিৎসকের কক্ষে আসেন এবং বাচ্চাটিকে ভর্তি করতে বলেন। তারা নিজেদের শিশুটির নানা-নানি হিসেবে পরিচয় দেন। চিকিৎসক শিশুটির মাকে ডাকতে বললে তারা জানান মা নিচে আছেন। এরপর মা-কে নিয়ে আসতে বললে ওই দম্পতি বাচ্চাসহ হাসপাতাল থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। অনেক খোঁজাখুঁজির পরেও শিশুটির মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানায় একটি বাজারের ব্যাগে কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড় পাওয়া গেছে।

চিকিৎসক গোলাম আহাদ আরও জানান, নবজাতকটি স্বাভাবিক প্রসবের নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং তাকে ফটোথেরাপি ও ওয়ার্মারে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি ব্যাগে ভরে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। এরই মধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে যোগাযোগ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।