Image description

রংপুরের পীরগঞ্জে পুষ্টি গ্রাম এবং ফলিত পুষ্টি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বারটান আঞ্চলিক কার্যালয়, রংপুরে নির্বাচিত পুষ্টি গ্রামের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), কৃষি মন্ত্রণালয় এর আয়োজনে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO, Bangladesh) এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন রেহেনা আকতার নির্বাহী পরিচালক বারটান প্রধান কার্যালয়। 

এসময় উপস্থিত ছিলেন; কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, উপ-পরিচালক ডিএই, রংপুর, বারটানের প্রজেক্ট কোঅর্ডিনেটর তাসনীমা মাহজাবিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বারটান, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিনিধি রোজ ম্যারি। 

কৃষিবিদ ড. মো: ছাদেকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান বারটান পীরগঞ্জ, রংপুরের এর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ড় মোঃ ফজলুল কবির, এর আগে পুষ্টি গ্রাম পরিদর্শক করেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিনিধি রোজ ম্যারি। 

এসময় বক্তারা ফলিত পুষ্টির গুরুত্ব, নিরাপদ ও পরিমিত খাদ্য গ্রহণ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।