Image description

বোরো মৌসুমের শুরুতেই যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। রোববার রাতে কৃষক আব্দুল গনির সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়ে যায়। মাত্র এক বছরে একই ট্রান্সফরমার তিনবার চুরি হওয়ার ঘটনা গ্রামে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কৃষক আব্দুল গনি জানান, বারবার চুরির ঘটনা ঠেকাতে তিনি ট্রান্সফরমারটি লোহার বেড়ি ও শক্ত তালা দিয়ে বাঁধা অবস্থায় রেখেছিলেন। এরপরও দুর্বৃত্তরা সুযোগ বুঝে ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে। এতে বোরো মৌসুমে সেচকাজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বারবার ট্রান্সফরমার চুরির কারণে আমরা কৃষকরা ভীষণ ক্ষতিগ্রস্ত বোরো মৌসুমে জমিতে পানি দিতে না পারলে আমাদের শ্রম, বীজ ও সার সবই নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনের ডাইরেক্টর আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, ট্রান্সফরমার চুরি বর্তমানে একটি চক্রবদ্ধ অপরাধে পরিণত হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কৃষকের ক্ষতি যাতে আরও না বাড়ে, সে জন্য দ্রুত সময়ের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানো এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চোরচক্র শনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ সমিতি কৃষকদের সেচ কার্যক্রম ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। টানা তিনবার ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা দ্রুত চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানান।