Image description

পাবনার ঈশ্বরদীতে গেটকিপারের নির্দেশনা অমান্য করে রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রেলগেটের ব্যারিয়ার ভেঙে গেছে। এ ঘটনায় অটোরিকশাসহ চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী রেলগেটে এ ঘটনা ঘটে। পরে ট্রাফিক পুলিশ, গেটকিপার ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রেলগেট অরক্ষিত রেখে মহানন্দা ট্রেন পার করা হয়। 

গেটকিপার সেলিম হোসেন জানান, ‘ঈশ্বরদী থেকে খুলনাগামী মহানন্দা ট্রেন ছাড়ার সংকেত পেয়ে তিনি ব্যারিয়ার নামাচ্ছিলেন। এ সময় নিষেধ করা সত্ত্বেও একটি অটোরিকশা দ্রুতগতিতে পার হওয়ার চেষ্টা করে এবং ব্যারিয়ারে ধাক্কা দেয়। এতে ব্যারিয়ারটি ভেঙে যায়।’

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের এএসআই বেলাল হোসেন বলেন, ‘আমি ও গেটকিপার দুজনেই হাত তুলে চালককে থামার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তিনি তা অমান্য করে রেলগেট পার হওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। আমরা তাৎক্ষণিকভাবে চালক ও অটোরিকশাটি আটক করেছি।’

আটক চালকের নাম আসাদুল সরদার। তিনি উপজেলার বাঘইল সরদারপাড়া এলাকার আবুল সরদারের ছেলে। নিজের দোষ স্বীকার করে আসাদুল বলেন, ‘অসাবধানতাবশত রেলগেট অতিক্রম করার সময় রিকশায় লেগে ব্যারিয়ার ভেঙে গেছে। পুলিশ আমাকে ও রিকশা আটকে রেখেছে।’

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আইডব্লিউ) আতিকুর রহমান জানান, ‘খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যারিয়ারটি মেরামতের কাজ শুরু হয়েছে, যা শেষ হতে ৩-৪ ঘণ্টা সময় লাগতে পারে।’

তিনি আরও জানান, মেরামত শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলের সময় রেলগেটের দুই পাশে যান চলাচল নিয়ন্ত্রণে অতিরিক্ত গেটকিপার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশও সার্বিক সহযোগিতা করছে।