Image description

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম মিয়া টিটু (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত টিটু রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ই জানান, ‘গত ২২ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে রসুলপুর এলাকার একটি ঘরে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ভোর ৪টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে সেখানেই আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ৭টি পাটের বস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।’

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে দুপুরে তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’