নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত তুষার শেখ (৩২) শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বউবাজার এলাকায় বিক্ষুব্ধ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হন।
গুরুতর আহত তুষারকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। তুষার শেখ দিঘুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওদুদ শেখের ছেলে।
লোহাগড়া থানার ডিউটি অফিসার জানান, ‘তুষারকে কে বা কারা মারধোর করেছে তা এখনও স্পষ্ট নয়। তার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেছেন। চিকিৎসার পর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, তুষার শেখের বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির সঙ্গে জড়িত।
তুষারের স্বজনরা জানান, ‘ঘটনার পর আমরা থানায় এসে ন্যায় বিচার চেয়েছিলাম। কিন্তু আমাদের আগে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।’
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।




Comments