Image description

নওগাঁয় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। রোববার (২৩ নভেম্বর) রাতে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এক বিয়ে বাড়ির খাবার খেয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৩৮)। তিনি ওই আগ্রাদ্বিগুন গ্রামের দলিল উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, রোববার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ মানুষের খাবার আয়োজন করা হয়। খাবার খাওয়ার পর ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাত্রাতিরিক্ত পেট ব্যথ্যা ও বমি শুরু হয়। 

এক পর্যায়ে একে একে অসুস্থ হতে থাকলে পরের দিন সোমবার সকালে তাদের নেওয়া হয় পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ভর্তির পর মোজাফফর হোসেনকে আশঙ্কাজনক অবস্থ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তবে রাজশাহীতে নেওয়ার পথেই মোজাফফরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১৭ জন এখনও ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। 

তিনি আরও বলেন, একজন রাজশাহী যাওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।