দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে নজিপুর পাবলিক মাঠে বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশিশ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সোহারাব হোসেন, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, পত্নীতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
মেলায় ৩৫টি স্টলে দেশি-বিদেশি শৌখিন ও বাণিজ্যিকভাবে পালিত বিভিন্ন পশুপাখি নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী দেখতে ভীড় জমায় এলাকাবাসী।




Comments