Image description

নেত্রকোণার মদন পৌর শহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মার্কেটের ১ নম্বর গলির একটি দোকান থেকে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মদন, কেন্দুয়া, আটপাড়া ও জেলা শহরের ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

ভুক্তভোগী দোকানিদের দাবি, এই অগ্নিকাণ্ডে অন্তত বিশ থেকে পঁচিশ কোটি টাকার মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে। তারা দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।