Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার  বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি গন্তব্যে যাচ্ছিল। পথিমধ্যে ইটাখোলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার জোর প্রচেষ্টা চলছে।