Image description

‘প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় বৈশ্বিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ ও তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)।

শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক। এতে উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, বিচ ম্যানেজমেন্ট কমিটি, পর্যটন ও পরিবেশকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপির স্বাস্থ্য কর্মকর্তা পঙ্কজ বিশ্বাস ও প্রোগ্রাম অফিসার দিনা রিসিলা। এতে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বার্টিন গমেজ। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান এবং কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কুয়াকাটা সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে ফিশ ফ্রাই মার্কেট সংলগ্ন এলাকায় একটি স্থায়ী ডাস্টবিন এবং ৫টি স্থানান্তরযোগ্য (অস্থায়ী) ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে ডাস্টবিনগুলো কুয়াকাটা পৌরসভা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এছাড়া তরুণ-তরুণীদের সম্মিলিত উদ্যোগে তহবিল সংগ্রহ করে একজন অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে আরও ছিল জারিগান, নৃত্য এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইউএনও মো. কাউছার হামিদ বলেন, “কুয়াকাটার পর্যটন সম্ভাবনা রক্ষা করতে হলে সৈকতকে পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশাসন, স্বেচ্ছাসেবক, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় জনগণ একসাথে কাজ করলে টেকসই পরিবর্তন সম্ভব। আজকের তরুণদের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।”