হবিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) পালিত হয়েছে হবিগঞ্জ মুক্ত দিবস। সকাল ১০টায় দুর্জয় হবিগঞ্জ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর মুক্তিযোদ্ধা, তাদের সন্তানসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযুদ্ধা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন৷
বিশেষ অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সৈয়দ মোফফিক আহমেদ৷
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, হবিগঞ্জ মুক্ত হওয়ার তাৎপর্য এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। আজকের এইদিনে মুক্ত হয় হবিগঞ্জ জেলা।




Comments