Image description

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টাকালে দুই দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটককৃতরা সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে করানোর জন্য প্ররোচিত করছিল। হাতেনাতে ধরার পর তাদের আটক রাখা হয়।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালেরা হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগে ঢুকে রোগীদের প্রভাবিত করার চেষ্টা করে। বারবার নিষেধ করা এবং এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া সত্ত্বেও তারা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আজ আটককৃত দুই দালালের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’