পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর পক্ষ থেকে চিকিৎসার জন্য দুর্গম পাহাড়ে বসবাসরতদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
রোববার (৮ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়নের আওতাধীন সাজেক ইউনিয়নের দুর্গম জামপাড়া ও বেথলিং পাড়া এলাকায় এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৫৪ বিজিবি’র জোন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন ভুক্তভোগীদের হাতে এই সহায়তা তুলে দেন। এদিন জামপাড়া এলাকার বিকাশ ত্রিপুরার অসুস্থ স্ত্রী এবং বেথলিং পাড়ার গোবিন্দ ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এই নগদ অর্থ প্রদান করা হয়।
বাঘাইহাট ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ি জনপদে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও দুস্থদের সেবায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে।




Comments