নেত্রকোনায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা উপপরিচালকের কার্যালয়ে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
পূর্বধলা উপজেলার এআরডিও এস.এম গোলাম মাওলার সঞ্চালনায় প্রশিক্ষণের শুরুতেই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নেত্রকোনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দাউদ। তিনি শীতকালীন রোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সুস্থ থাকতে হলে ছোট ছোট অভ্যাসেও যত্নশীল হতে হয়।’ বিশেষ করে শীত মৌসুমে সকালে কুসুম গরম পানি পান ও দৈনন্দিন চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
প্রশিক্ষণে সরকারি চাকরি ও ছুটির বিধি-বিধান বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। তিনি কর্মকর্তাদের কর্মজীবনে শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান। তার বক্তব্যে প্রশাসনিক কাজের বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে।
নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা দাপ্তরিক কাজে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ এবং সরকারি নথির ভাষা শৈলী নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
কর্মশালার শেষ পর্যায়ে বিআরডিবির জেলা উপপরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের ঋণ বিতরণ ও আদায় সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হওয়া এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।




Comments