বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় কাঠমিস্ত্রির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পাঁচটার দিকে দিকে উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন খলিল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পান্না বলেন, “রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং রক্ত মিশ্রিত বমি করছিল, যা মারাত্মক ইনজুরির ইঙ্গিত। আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু পরিচয় নিশ্চিত করতে সমস্যা হচ্ছিল। পরে তার মোবাইল ফোনের সিম কার্ড থেকে পরিচয় শনাক্ত করা যায়। কিছুক্ষণ পরই তিনি মারা যান। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।”
এ ঘটনার পর অটোরিকশার চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মঠোফোনে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




Comments