Image description

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) নামের এক ছাত্রদল কর্মী মারা গেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। জানা গেছে, তিনি অতীতে ‘ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ’-এর উত্তর জেলা শাখার সদস্য ছিলেন। তবে সর্বশেষ তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে বারইয়ারহাট বাজার এলাকায় একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে তাহমিদ মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে জোরারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি অচেতন অবস্থায় ছিলেন। সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, বারইয়ারহাটে দুই পক্ষের সংঘর্ষে তাহমিদ আহত হন—পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

হঠাৎ ঘটে যাওয়া এ সংঘর্ষে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত জোরদার করেছে।